মোদিকে খালেদার উপহার

08/06/2015 12:41 pmViews: 11

বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঞ্জাবী ও কটির কাপড় উপহার দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া মোদির মা হীরাবাই-এর জন্য তাঁতের বোনা জামদানি শাড়ি ও চাদর উপহার দিয়েছেন বিএনপি নেত্রী।

রবিবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।

এ সময় এশীয় অঞ্চলে নিবিড় শান্তি প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে দেশে ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ প্রয়োজন বলে নরেন্দ্র মোদিকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন।

বাংলাদেশে বর্তমানে গণতন্ত্র নেই এবং বিরোধী দলের শীর্ষ নেতা থেকে শুরু করে সব পর্যায়ের নেতাকর্মীদের ওপর ক্ষমতাসীনরা অত্যাচার-হয়রানি করছে এই অভিযোগও জানান বিএনপি নেত্রী।

খালেদা জিয়ার সঙ্গে যাওয়া একাধিক নেতার কাছ থেকে নরেন্দ্র মোদিকে এই উপহার দেওয়ার বিষয়ে জানা গেছে। তারা জানান, শনিবার রাতে হাইকমিশনের কাছে এসব উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

Leave a Reply