মেয়র মান্নানকে বরখাস্তের আদেশ স্থগিত, দায়িত্বপালনে বাধা নেই

09/07/2017 7:50 pmViews: 7
মেয়র মান্নানকে বরখাস্তের আদেশ স্থগিত, দায়িত্বপালনে বাধা নেই
 
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নানকে তৃতীয়বারে মতো বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে বরখাস্তের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চ রবিবার এ আদেশ দেন। একইসঙ্গে মান্নানকে মেয়র হিসেবে দায়িত্ব পালনেরও নির্দেশ দেয়া হয়েছে।
দুদকের একটি মামলায় অভিযোগপত্র দাখিল করায় গতকাল শনিবার মেয়র মান্নানকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি। আবেদনের পক্ষে ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন ও আবু হানিফ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার শুনানি করেন।

Leave a Reply