মেয়র মান্নানকে কারাগার থেকে হাসপাতালে প্রেরণ
মেয়র মান্নানকে কারাগার থেকে হাসপাতালে প্রেরণ
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আজ ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনীসহ নানা রোগে আক্রান্ত মেয়র মান্নান সাড়ে তিন মাস ধরেই আছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১। কারাগার থেকে আরো একবার তাকে নেয়া হয়েছিল ঢাকার বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে। এরই মাঝে তাকে দুবার থানায় নেয়া হয়েছিল রিমান্ডে। তাকে প্রতিদিন চারবার নিতে হয় ইনস্যুলিন। তার পায়ে পানি এসে ফুলে গেছে। শারীরিক অবস্থা নিয়ে তার পরিবারের লোকজনের মনে রয়েছে উৎকন্ঠা।
উল্লেখ্য, গত ৪ঠা ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহীবাসে পেট্রলবোমা হামলার মামলায় ১১ই ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নান ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার হন। এর পর থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন। গত ৮ মার্চ প্যানেল মেয়র স্থানীয় আওয়ামীলীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।