মেয়র বুলবুল কারাগারে
মেয়র বুলবুল কারাগারে
রাজশাহী সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলের জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বেলা ১১টায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মিজানুর রহমান এ নির্দেশ দেন। মোসাদ্দেক হোসেন বুলবুলের আইনজীবী রইসুল ইসলাম জানান, বুলবুলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট ৯টি মামলা করা হয়েছে। এসব মামলায় হাজিরা না দেয়ায় প্রত্যেকটিতেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সবশেষ গত ৭ই মার্চ রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান সরকারি কাজে বাধাদানের একটি মামলায় বহিষ্কৃত মেয়র বুলবুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদিকে রোববার সকালে মোসাদ্দেক হোসেন বুলবুল সব কয়টি মামলায় আত্মসমর্পণ করে তার পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত ৩টি মামলায় জামিন আবেদন নাকচ করেন এবং একটিতে জামিন দেন। তবে আরও ৫টি মামলার ব্যাপারে আদালত কোনো সিদ্ধান্ত জানাননি। আদালত বলেছেন, এসব মামলার সমস্ত নথি দেখে পরে আদেশ দেয়া হবে। এর আগে রোববার বেলা ১১টা ৪০ মিনিটে মোসাদ্দেক হোসেন বুলবুল মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তাৎক্ষণিক সিদ্ধান্ত না জানিয়ে আদালত তাকে মহানগর কোর্টহাজতে পাঠান। পরে দুপুর ১২টায় তাকে মহানগর দায়রা জজ মোহাম্মদ আলতাফ হোসাইনের আদালতে তোলা হয়। সেখানেও তার পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। এরপর তাকে মহানগর মেট্রোপলিটন আদালত-৩-এর ‘প’ অঞ্চলের ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলামের আদালতে তোলা হয়। সেখানে জামিনের আবেদন নামঞ্জুর হওয়ায় তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। বুলবুলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুস সালাম। প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সরকারবিরোধী আন্দোলনের সময় করা ৯টি মামলার আসামি হন রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচিত (বর্তমানে বরখাস্তকৃত) মেয়র বুলবুল। এর মধ্যে ৪টিতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এসব মামলার মধ্যে রাজশাহীতে পুলিশ সদস্য সিদ্ধার্থ হত্যা মামলাও রয়েছে। এদিকে একের পর এক মামলা হওয়ার সময় থেকেই পলাতক ছিলেন বুলবুল। এরই মধ্যে গত বছরের ৭ই মে পলাতক থাকা অবস্থায় তাকে মেয়র পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।