মেয়র আনিসুল হককে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার
০৩ আগস্ট, ২০১৫
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে হত্যার হুমকিদাতা এস এ নাহিদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। ঐ যুবকের নাম ইমাম মাহকি। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
সোমবার বিকেলে রাজধানীর কাওরান বাজারের এফডিসি গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-২ এর অধিনায়ক লে: কর্ণেল মাসুদ রানা জানিয়েছেন ।
তিনি বলেন, ওই ব্যক্তি আনিসুল হককে মোবাইলে হত্যার হমকি দিয়েছিলেন। গত ১৪ জুলাই আনিসুল হককে তার ব্যক্তিগত টেলিফোনে হুমকি দিলে তিনি গুলশান থানায় অভিযোগ করেন।
র্যাব কর্মকর্তা মাসুদ রানা বলেন, এই যুবকের ফোন পেয়ে কথা বলার সময় আনিসুল হক লাইন কেটে দিলে পরে ফোন করে ওই যুবক হুমকি দিয়ে বলেন, ‘লাইনটা কেটে দিলেন, ভালো করলেন না।