মেহেন্দীগঞ্জে নদী ভাঙ্গণ অব্যাহত
প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের একাংশ গজারিয়া নদীর অব্যাহত ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। সর্বশেষ গতকাল বুধবার সকালে আকস্মিক ভাবে বসত ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানহ প্রায় ১৫টি স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বয়াতী জানান, দীর্ঘদিনের ভাঙ্গন রোধে কার্যকারী কোন পদক্ষেপ গ্রহন না করায় এখনো হুমকির মুখে রয়েছে নদীর তীরবর্তী মসজিদ, মাদ্রাসা, স্কুল, বাজার, বসত ঘরসহ প্রায় শতাধিক স্থাপনা। এরআগে গত এক সপ্তাহের ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়ে গেছে একটি দ্বিতল কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিষদ ভবন, চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা, সাইক্লোন সেন্টার, বাজার, একাধিক ব্রিজ ও কালভার্টসহ বসত ভিটা। ভাঙ্গন আতংকে অনেকেই বসত ঘরবাড়ি ও স্থাপনা অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। চেয়ারম্যান আরো জানান, একাধিকবার নদী ভাঙ্গন থেকে রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো সত্বেও তারা কার্যকারী কোন ব্যবস্থা গ্রহন করেনি। ফলে এখনো ইউনিয়নের কয়েক হাজার সাধারন মানুষ ভাঙ্গন আতংকে রয়েছেন।
এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, শত ব্যবস্থা নিয়েও ভাঙ্গনরোধ করা যাচ্ছে না। তবে যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের তালিকা প্রনয়ণ করা হচ্ছে। খুব শীঘ্রই তাদের মধ্যে সরকারি ভাবে বরাদ্দকৃত অনুদান বিতরণ করা হবে।