মেসির ৩০০ গোলের মাইলফলকের রাতে জিতল বার্সা

18/02/2016 12:59 pmViews: 9
মেসির ৩০০ গোলের মাইলফলকের রাতে জিতল বার্সা
মেসির ৩০০ গোলের মাইলফলকের রাতে জিতল বার্সা
লিওনেল মেসির জোড়া গোলে স্পোর্টিং গিজনকে ৩-১ গোলে হারানোর পাশাপাশি লা লিগার পয়েন্ট টেবিলে ছয় পয়েন্টের লিড নিশ্চিত করেছে বার্সেলোনা। একই দিনে মেসি ছুড়েছেন লা লিগার প্রথম খেলোয়াড় হিসেবে ৩০০ গোলের মাইলফলক।
ক্লাব বিশ্বকাপে খেলতে যাওয়ায় লা লিগার একটি ম্যাচ কম খেলা হয়েছিল বার্সেলোনার। বুধাবর সেই ম্যাচটিতেই স্পোটিং এর মাঠে খেলতে যায় লুইস এনরিকের দল। দুর্দান্ত আক্রমণাত্মক খেলতে থাকা বার্সা ম্যাচের ২৫তম মিনিটে মেসির গোলে এগিয়ে যায়। বল নিয়ে আড়াআড়ি দৌড়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে বাঁ পোস্ট দিয়ে বল জালে জড়ান বার্সেলোনার এই ম্যাচের অধিনায়ক। আর এর মাধ্যমে লা লিগার প্রথম খেলোয়াড় হিসেবে ৩০০ গোলের মাইলফলকে পৌঁছান মেসি।
দুই মিনিটের মধ্যেই অবশ্য সমতা ফেরায় স্পোর্টিং। প্রতি-আক্রমণে মেনেনদেসের দুর্দান্ত নীচু ক্রসে শুয়ে পড়ে পা লাগিয়ে গোলরক্ষক ক্লদিও ব্রাভোকে ফাঁকি দেন কার্লোস কাস্ত্রো।

Leave a Reply