মেসির জোড়া গোলে বার্সার বড় জয়
কোপা দেল রের শেষ ষোলোতে এসপানিওলের বিপক্ষে ম্যাচের আগে বার্সা কোচ লুইস এনরিকে আগে বলেছিলেন যে তারা এমনভাবে খেলবেন যেন তাদের আর দ্বিতীয় লেগ নেই। কোচের নির্দেশনা অনুসারেই ঘরের মাঠ ন্যু ক্যাম্পে মেসি-নেইমাররা এসপানিওলকে প্রথম লেগে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে।
হলুদ আর লাল কার্ডের ছড়াছড়ির ম্যাচে এসপানিওল মোট ৯টি হলুদ আর দুটি লাল কার্ড দেখে। হলুদ কার্ডের খাড়ায় পড়েছেন বার্সেলোনার আক্রমণভাগের তিন তারকা মেসি, সুয়ারেজ ও নেইমার। স্বাগতিকদের হলুদ কার্ড পাওয়া আরেক জন হলেন জেরার্দ পিকে। নিজেদের মাঠে সপ্তম মিনিটেই এগিয়ে যেতে পারতো বার্সেলোনা। বল পায়ে ঢুকে পড়েছিলেন নেইমার, কিন্তু দ্রুত এগিয়ে এসে বাধা হয়ে দাঁড়ান এসপানিওল গোলরক্ষক। এর দুই মিনিট বাদেই এগিয়ে যায় এসপানিওল। মাঝমাঠে দানি আলভেসের থেকে বল কেড়ে নিয়ে স্প্যানিশ মিডফিল্ডার মার্কো আসেনসিও ক্ষিপ্র গতিতে ছুটে গিয়ে বল বাড়ান ফেলিপে কাইসাদোকে। ১৬ গজ দূর থেকে নির্ভুল শটে লক্ষ্যভেদ করেন ম্যানচেস্টার সিটির সাবেক এই স্ট্রাইকার।
অতিথিদের এগিয়ে যাওয়ার উল্লাস অবশ্য দুই মিনিটও স্থায়ী হয়নি, মেসির গোলে সমতায় ফেরে বার্সেলোনা। আন্দ্রেস ইনিয়েস্তার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সে ঢুকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন লিওনেল মেসি। ২৪তম মিনিটে পেনাল্টি পেতে পারতো বার্সেলোনা। ডি বক্সে ঢুকে পড়েছিলেন নেইমার, কিন্তু বল নিয়ন্ত্রণে নেওয়ার আগ মুহূর্তে তাকে ফেলে দেন স্প্যানিশ ডিফেন্ডার হাভিয়ের লোপেস। তবে তা রেফারির চোখ এড়িয়ে যায়। ৪৪তম মিনিটে মেসির দারুণ নৈপুণ্যে অবশেষে দ্বিতীয় গোলের দেখা পায় বার্সেলোনা। প্রায় ৩০ গজ দূর থেকে টানা চারবারের বর্ষসেরা তারকার ফ্রি-কিকটি শেষ মুহূর্তে বাঁক খেয়ে পোস্টে লেগে ভিতরে ঢুকে যায়। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ২৪টি ফ্রি-কিক থেকে মেসির এটা চতুর্থ গোল। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে স্কোরলাইন ৩-১ করে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন জেরার্দ পেকে। মেসির কোনাকুনি পাস পেয়ে সহজেই গোলটি করেন স্পেনের এই ডিফেন্ডার। ৬০তম মিনিটে হ্যাটট্রিক হতে পারতো মেসির, কিন্তু নেইমারের আড়াআড়ি পাসে ঠিকমতো পা লাগাতে পারলেন না এবারের ফিফা ব্যালন ডি’অরের শক্ত দাবিদার। এর খানিক পর গোলের সুযোগ হারান নেইমার নিজেই।
৬৬তম মিনিটে দানি আলভেসের বদলি হিসেবে মাঠে নামেন এ মৌসুমেই বার্সাতে যোগ দেওয়া ভিদাল। গত জুনে বার্সেলোনায় নাম লেখালেও ফিফার নিষেধাজ্ঞার কারণে এতদিন মাঠে নামতে পারেননি। একই কারণে এতদিন খেলতে না পারা আরেক মিডফিল্ডার তুরস্কের আর্দা তুরান এ দিন ম্যাচের প্রথম একাদশেই ছিলেন। ৭২তম মিনিটে বড় ধাক্কাটি খায় এসপানিওল; দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন প্যারাগুয়ের মিডফিল্ডার হের্নান পেরেস। শুরু থেকেই একের পর এক ফাউল করা দলটি এর তিন মিনিট পরে নেমে যায় নয় জনে। সরাসরি লাল কার্ড দেখেন সেনেগালের মিডফিল্ডার দিয়োপ। ৮৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যান নেইমার। মেসির সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে ভলিতে বল জড়ান এ মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত ১৪ গোল করা নেইমার। যোগ করা সময়ের শেষ মুহূর্তে হ্যাটট্রিক পূরণের আরেকটি সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু আরও নিশ্চিত হতে নিজে শট না নিয়ে তিনি বল বাড়ান সুয়ারেজকে। বলে পা লাগাতে ব্যর্থ হন লিভারপুলের সাবেক এই স্ট্রাইকার। গোল.কম।