মেসির চুক্তি নবায়ন বিশ্বের দামী ফুটবলার এখন মেসি
ঢাকা, ২০ মে : রোনালদোকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার এখন মেসি। রোনালদোর বেতন বাড়িয়ে রিয়াল তাকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড় বানানোর পর এবার বার্সাও মেসির সঙ্গে চুক্তি নবায়ন করে পারিশ্রমিক বাড়িয়েছে।
সোমবার লিওনেল মেসির দলবদলের গুঞ্জনকে মাটিচাপা দিয়ে ফের আর্জেন্টাইন তারকার সঙ্গে নতুন চুক্তি নবায়ন করেছে স্প্যানিশ দৈত্য খ্যাত ক্লাবটি। নতুন চুক্তিতে ‘এমএলটেন’কে বিশ্বের সর্বাধিক বেতনধারী ফুটবলারে পরিণত করা হয়েছে। এখন থেকে বাৎসরিক ২০ মিলিয়ন বেতন পাবেন ফুটবলের ক্ষুদে যাদুকর। যা ক্রিশ্চিয়ানো রোনালদোর থেকেও বেশি।
একই দিনে ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন মেসি। চুক্তি নবায়নের পর এক সাক্ষাৎকারে মেসি বলেন, আমি সবসময় বলে এসেছি এটা আমার বাড়ি। এখানে আমি দারুণ সুখী। তবে এখানকার লোকজনই আমার ভাগ্য নির্ধারণ করবে। অবশ্য আমার পক্ষ থেকে এখানে থাকতে ইচ্ছুক আমি।
তবে ভক্তরা নাই চাইলে অন্য পথ দেখতে হবে আমায়। কারণ, আমি সবসময় এই ক্লাবের মঙ্গল কামনা করি। তাছাড়া ভক্তদের কাছে ক্ষমাও চাইছি আমি। কারণ, এবার সময়টা খুব ভালো যায়নি আমাদের। তবে পরের মৌসুমে ঠিক ফিরে আসবো আমরা। যেভাবে ফিরে আসা উচিত বার্সার ন্যায় বড় একটি ক্লাবের।