মেসিই হলেন ব্যালনডি’অর ২০১৫

12/01/2016 10:42 amViews: 6
মেসিই হলেন ব্যালনডি’অর ২০১৫
 
মেসিই হলেন ব্যালনডি’অর ২০১৫
ফুটবল বিশ্বের অনেক আকাংক্ষার পুরস্কার ব্যালনডি’অরের এবারের বিজয়ের মালাটি শেষ পর্যন্ত উঠে গেল মেসির গলায়।
এই নিয়ে ৫ম বারের ব্যালন ডি’অর জিতলেন মেসি।
পুরস্কার পাওয়ার পর ব্যালন ডি’অর এর অফিসিয়াল ওয়েবসাইটে মেসি তার অনুভুতি ব্যক্ত করেছেন এভাবে, “এই মঞ্চে আবার উঠতে পারা আমার জন্য সত্যিই বিশেষ মুহূর্ত, সেই সঙ্গে ব্যালন ডি’অর জেতাটাও।
অবিশ্বাস্যভাবে আমি পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জিতালাম। ছোট থেকে যে স্বপ্ন আমি দেখে এসেছি এ তার চেয়ে অনেক বেশি কিছু।
যারা আমাকে নির্বাচিত করতে ভোট দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার দলের খেলোয়াড়দের প্রতি আমি কৃতজ্ঞ। এবং সবশেষে আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো ফুটবলের প্রতি যা আমার জীবনে ভালো-মন্দ মিলিয়ে সবকিছু এনে দিয়েছে। আজকের আমি যা, তা মূলত ফুটবলের কারণেই।

Leave a Reply