মেলায় সাইফুল ইসলাম জুয়েলের ৪ বই
অমর একুশে বইমেলায় তরুণ লেখক সাইফুল ইসলাম জুয়েলের ৪টি বই প্রকাশিত হয়েছে। বই ৪টি হচ্ছে- কোথায় খুঁজি তারে, হিরামন পাহাড়ের রহস্য, এলিয়েন ভূত এবং আকাশের গল্প।
এক ডজন প্রেমের গল্পের সংকলন ‘কোথায় খুঁজি তারে’ বইটি। বইটি প্রকাশ করেছে প্রিয়মুখ প্রকাশনী। বইমেলায় ১০৯ নং স্টলে পাওয়া যাচ্ছে বইটি। প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত। ৮০ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।
কিশোর গোয়েন্দা তপুকে নিয়ে লেখা ‘তপুর গোয়েন্দাগিরি’ সিরিজের দ্বিতীয় বই, কিশোর উপন্যাস ‘হিরামন পাহাড়ের রহস্য’। শিশুরাজ্য প্রকাশন বইটি প্রকাশ করেছে। মেলায় ৬২২ নং স্টলে পাওয়া যাচ্ছে বইটি। অনন্ত আকাশের প্রচ্ছদে এবং শ. আলীর অলঙ্করণে ১২২ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ২শ’ টাকা।
শিশুতোষ ভূতের গল্পের বই ‘এলিয়েন ভূত’। দেশ পাবলিকেশন্স প্রকাশ করেছে বইটি। মেলায় পাওয়া যাচ্ছে ৪০৭-৪০৮ নং স্টলে। সোহেল আশরাফের প্রচ্ছদে এবং রবিউল ইসলাম সুমনের অলঙ্করণে ৩২ পৃষ্ঠার বইটির মূল্য একশত টাকা।
‘আকাশের গল্প’ বইটি দু’জন প্রতিবন্ধী শিশুর সফলতার গল্প নিয়ে লিখেছেন সাইফুল ইসলাম জুয়েল। বাংলাদেশ রাইটার্স গিল্ড থেকে প্রকাশিত বইটি মেলায় পাওয়া যাচ্ছে ৩৯০ নং স্টলে। রিফাতের আঁকা প্রচ্ছদ ও অলঙ্করণে ১৬ পৃষ্ঠার বইটির মূল্য ৭০ টাকা।
সাইফুল ইসলাম জুয়েল বহুমাত্রিক প্রতিভার অধিকারী। গল্প, উপন্যাস ছাড়া রম্যজগতে তার দখল রয়েছে। দৈনিক ইত্তেফাকের ফান ম্যাগাজিন ‘ঠাট্টা’র বিভাগীয় সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।