মেয়েরা ভীড়ের মধ্যে সাবধান!
প্রথম বাংলা ডেস্ক : ঘটনাটি সচরাচরই ঘটে যখন অফিসে যাওয়ার সময় বা অফিস ছুটি হলে বাসে উঠার প্রতিযোগিতায় পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে চলন্ত গাড়ীতে উঠতে গেলে বুকে পিঠে হাত পড়ে। তখন অনেকেই এটা মেনে নেয় । কিন্তু যখন বিষয়টি কোনো জনসমাবেশে ঘটে তখন কিন্তু সাবধান হতেই হয়। আসছে দূর্গাপুজা ঠাকুর দেখার ছলে অনেকেই ঘুরে বেড়ায় তাদের শিকারের সন্ধানে। শিকার আর কেউই নয় উঠতি বয়সী তরূনীরা। এমনই একটি ঘটনা ভারতে তোলপাড় সৃষ্টি করেছে।
গত কয়েকদিন আগে গণেশ চতুর্থীর মেলায়। ঠাকুর বিসর্জনের সময় একদল দুষ্কৃতিকারী একটি তরুনীকে ঘিরে ধরে তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করতে থাকে। তরুনীটি ভীরের মধ্যে এই দুষ্কৃতিকারী দলের মধ্যে পড়ে অসহায়ভাবে নাজেহাল হতে থাকে। তাকে কেউ সাহায্য করবে এমন সুযোগও তো নাই। কারণ ভীড়ের স্রোতে কে কোথায় ভেসে যাচ্ছে তার কোন ঠিকঠিকানা নাই। যা হবার তাই হলো। তরুনীটি রীতিমত শারীরিক বলৎকারের শিকার হলো হাজার হাজার মানুষের মধ্যে। কেউ কিছু বুঝতেও পারলো না। একমাত্র সে আর সেই ফটোসাংবাদিক যে কিনা তার দিকে খেয়াল রেখেছিল।
মিডডে-র ফটো সাংবাদিক অতুল কুম্বলে তার ছবির জন্য এখন বিখ্যাত হয়ে গেছেন। অনিল তার তোলা ছবি গুলো ও সিডি পুলিশের হাতে তুলে দিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ ইতিমধ্যে মাঠে নেমেছে।
গত কয়েকদিন আগে গণেশ চতুর্থীর মেলায়। ঠাকুর বিসর্জনের সময় একদল দুষ্কৃতিকারী একটি তরুনীকে ঘিরে ধরে তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করতে থাকে। তরুনীটি ভীরের মধ্যে এই দুষ্কৃতিকারী দলের মধ্যে পড়ে অসহায়ভাবে নাজেহাল হতে থাকে। তাকে কেউ সাহায্য করবে এমন সুযোগও তো নাই। কারণ ভীড়ের স্রোতে কে কোথায় ভেসে যাচ্ছে তার কোন ঠিকঠিকানা নাই। যা হবার তাই হলো। তরুনীটি রীতিমত শারীরিক বলৎকারের শিকার হলো হাজার হাজার মানুষের মধ্যে। কেউ কিছু বুঝতেও পারলো না। একমাত্র সে আর সেই ফটোসাংবাদিক যে কিনা তার দিকে খেয়াল রেখেছিল।
প্রথম বাংলা ডেস্ক : ঘটনাটি সচরাচরই ঘটে যখন অফিসে যাওয়ার সময় বা অফিস ছুটি হলে বাসে উঠার প্রতিযোগিতায় পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে চলন্ত গাড়ীতে উঠতে গেলে বুকে পিঠে হাত পড়ে। তখন অনেকেই এটা মেনে নেয় । কিন্তু যখন বিষয়টি কোনো জনসমাবেশে ঘটে তখন কিন্তু সাবধান হতেই হয়। আসছে দূর্গাপুজা ঠাকুর দেখার ছলে অনেকেই ঘুরে বেড়ায় তাদের শিকারের সন্ধানে। শিকার আর কেউই নয় উঠতি বয়সী তরূনীরা। এমনই একটি ঘটনা ভারতে তোলপাড় সৃষ্টি করেছে।
গত কয়েকদিন আগে গণেশ চতুর্থীর মেলায়। ঠাকুর বিসর্জনের সময় একদল দুষ্কৃতিকারী একটি তরুনীকে ঘিরে ধরে তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করতে থাকে। তরুনীটি ভীরের মধ্যে এই দুষ্কৃতিকারী দলের মধ্যে পড়ে অসহায়ভাবে নাজেহাল হতে থাকে। তাকে কেউ সাহায্য করবে এমন সুযোগও তো নাই। কারণ ভীড়ের স্রোতে কে কোথায় ভেসে যাচ্ছে তার কোন ঠিকঠিকানা নাই। যা হবার তাই হলো। তরুনীটি রীতিমত শারীরিক বলৎকারের শিকার হলো হাজার হাজার মানুষের মধ্যে। কেউ কিছু বুঝতেও পারলো না। একমাত্র সে আর সেই ফটোসাংবাদিক যে কিনা তার দিকে খেয়াল রেখেছিল।
মিডডে-র ফটো সাংবাদিক অতুল কুম্বলে তার ছবির জন্য এখন বিখ্যাত হয়ে গেছেন। অনিল তার তোলা ছবি গুলো ও সিডি পুলিশের হাতে তুলে দিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ ইতিমধ্যে মাঠে নেমেছে। মিডডে-র ফটো সাংবাদিক অতুল কুম্বলে তার ছবির জন্য এখন বিখ্যাত হয়ে গেছেন। অনিল তার তোলা ছবি গুলো ও সিডি পুলিশের হাতে তুলে দিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ ইতিমধ্যে মাঠে নেমেছে। – See more at: http://www.bhalukanews24.com/details.php?id=3543#sthash.t2Nw6AY2.dpuf