মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

06/10/2013 5:32 pmViews: 12

Medical-Ad.Testপ্রতিবেদক : চলতি বছর মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

রবিবার বিকাল থেকে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল পাঠানো শুরু হয়েছে বলে বলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ জানান।

অধিদপ্তরের www.dghs.gov.bd ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে বলে তিনি জানান।

গত শুক্রবার সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষার দুদিন পরই ফল প্রকাশ হল।

এ বছর সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ৯ হাজার ১৯৪টি আসনের মধ্যে স্থান করে নিতে পরীক্ষায় অংশ নেয় ৬৮ হাজার ১৭২ জন শিক্ষার্থী। সারাদেশে মোট ২৩টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হয়।

দেশে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৮১২। ৫৪টি বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৮০০। এছাড়া ১০টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৩২টি আসন রয়েছে। ১৮টি বেসরকারি ডেন্টাল ইনস্টিটিউটে আসন রয়েছে ১ হাজার ৫০টি।

Leave a Reply