মেডিকেলে ভর্তিচ্ছুদের মানববন্ধনে বাধা, আটক ৪

21/09/2015 12:25 pmViews: 6
মেডিকেলে ভর্তিচ্ছুদের মানববন্ধনে বাধা, আটক ৪

 

ফাইল ছবি

মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগে ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবিতে মানববন্ধনে দাঁড়ালে শিক্ষার্থী ও অভিভাবকদের ধাওয়া দেয় পুলিশ। এসময় চারজনকে আটক করা হয়। সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, মেডিকেল কলেজগুলোতে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের চেষ্টা করছিল শিক্ষার্থী ও অভিভাবকরা। যেহেতু বিষয়টি নিয়ে ইতোমধ্যে উচ্চ আদালতে রিট করা হয়েছে তাই বিচারাধীন বিষয় নিয়ে কেউ রাস্তায় নামতে পারেন না। তাছাড়া মানববন্ধন করার পূর্ব অনুমতি নেয়নি তারা।

ওসি জানান, তাদের নিষেধ করার পরও মানববন্ধনের চেষ্টা করে শিক্ষার্থীরা। তাই তাদের সেখান থেকে সরিয়ে দেয়া হয়েছে। এসময় চারজনকে আটক করে থানায় আনা হয়। তবে আটকদের নাম-পরিচয় নিশ্চিত করা হয়নি।

গত শুক্রবার সারা দেশে ৪৪টি কেন্দ্রে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেয় প্রায় ৮৩ হাজার শিক্ষার্থী।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর এই পরীক্ষার যে ফলাফল ঘোষণা করেছে, তাতে ভর্তির যোগ্য শিক্ষার্থী পাওয়া গেছে ৪৮ হাজার ৪৪৮ জন। আসন কম হওয়ায় এদের মধ্যে ১১ হাজার ৪৯ জন শেষ পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ তুলে কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। সোমবারও বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

এদিকে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে রোববার হাই কোর্টে একটি রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়। সঙ্গে রুল ও নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও পরিচালক, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক, দুর্নীতি দমন কমশন (দুদক), ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও শেরেবাংলা নগর থানার ওসিসহ সংশ্লিষ্ট ১১ জনকে বিবাদী করা হয়েছে।

Leave a Reply