মেট্রোরেল বিলসহ ৩টি বিলে রাষ্ট্রপতির সম্মতি
ঢাকা : জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে গৃহীত ৩টি বিলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সম্মতি জ্ঞাপন করেছেন।
সোমবার বিলগুলোতে স্বাক্ষর করেন আবদুল হামিদ। জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিল তিনটি হচ্ছে, মেট্রোরেল বিল-২০১৫; বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল-২০১৫ এবং বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল- ২০১৫।