মেট্রোরেলের রুট পরিবর্তনের সুযোগ নেই: ওবায়দুল কাদের
তিনি জানান, আগামী মার্চ মাস থেকে মেট্রোরেলের কাজ শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যদিয়েই মেট্রোরেলের কাজ শুরু হবে।
শুক্রবার সকালে মহানগর সর্বজনীন পূজা কমিটির মহানগর পরিবার দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, সাড়ে ২২ হাজার কোটি টাকা ব্যায়ে আরো একটি মেট্রোরেল আসছে। এটারও কোনো বিঘ্ন পরিবেশ তৈরি হবে না।
অল্প সময়ের মধ্যে নগরীর যানজট সমস্যার সমাধান হবে জানিয়ে মন্ত্রী বলেন, দুই সিটি মেয়র যে কাজ করছে আমি সমর্থন করি। অল্প সময়ের মধ্যে যানজট সমস্যা নিরসন হবে।
সড়ক দুর্ঘটনা সম্পর্কে মন্ত্রী বলেন, আমাদের দেশ সড়ক দুর্ঘটনা ভারতের তুলনায় অনেক কম। কুয়াশার কারণে দু’একটি দুর্ঘটনা ঘটছে।