মেঘনায় লঞ্চ থেকে ১২’শ কেজি জাটকা উদ্ধার

01/01/2016 4:33 pmViews: 6
মেঘনায় লঞ্চ থেকে ১২’শ কেজি জাটকা উদ্ধার
 
মেঘনায় লঞ্চ থেকে ১২'শ কেজি জাটকা উদ্ধার

ফাইল ছবি
মুন্সীগঞ্জের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১২’শ কেজি জাটকা আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার সকালে গজারিয়া উপজেলার মেঘনা নদীতে ঢাকাগামী এমভি জামাল-৩ নামের একটি লঞ্চে অভিযান চালিয়ে নিষিদ্ধ এই জাটকা আটক করা হয়।
গজারিয়া কোস্টগার্ডের পেটি অফিসার আমিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মেঘনা নদীতে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি জামাল-৩ নামের লঞ্চে অভিযান চালিয়ে ১২’শ কেজি জাটকা উদ্ধার করা হয়। তবে এ সময় এই জাটকাগুলোর কোনো মালিক না পাওয়ায় কাউকে গ্রেফতার করা হয়নি। পরে মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

Leave a Reply