মৃত্যুর পর ফিরলেন ওয়ালটার!
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে অভিনব ঘটনার জন্ম দিয়েছেন এক মৃত ব্যক্তি। অন্ত্যেষ্টিক্রিয়ার সময় সবাইকে চমকে দিয়ে জেগে উঠলেন ওয়ালটার উইলিয়াম নামের ওই ভদ্রলোক।
৭৮ বছর বয়স্ক ওয়ালটারের বাড়ি হচ্ছে যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে। বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয় তার। পরিবারের সদস্যরাও বিশ্বাস করতে শুরু করলেন যে ওয়ালটার মৃত।
ওয়ালটারের চিকিৎসক ডেক্সটার হাওয়ার্ডও নিশ্চিত করেছিলেন যে ওয়ালটার মৃত। তারপরই অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ওয়ালটারের লাশ প্রস্তুত করা শুরু হয়। যুক্তরাষ্ট্রে মৃতদেহ সাজানোর জন্য পেশাদার কর্মী পাওয়া যায়।
ওয়ালটারের মৃতদেহ সাজাতে থাকে কর্মীরা। এমন সময় কফিনে ঢোকানোর ঠিক আগে লাথি দেয় ওয়ালটারের মৃতদেহ। ভয় পেয়ে সরে আসেন কর্মীরা। কিন্তু এক সময় কর্মীরা লক্ষ করলেন নিঃশ্বাস ফেলছেন, সেইসাথে চোখও পিট পিট করছেন ওয়ালটার।
এরপর ওয়ালটারের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। তারা আসার পর বৃদ্ধ ওয়ালটারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে চিকিৎসক ডেক্সটর হাওয়ার্ড জানান, খুব সম্ভব ওয়ালটারের পেসমেকার বন্ধ হয়ে গিয়েছিল। নিজে নিজে সেটা চালু হওয়ার পরই শ্বাস-প্রশ্বাস শুরু হয় তার। ওয়ালটারের পরিবার তার এ বেঁচে ওঠায় খুবই খুশি। তবে তিনি এখনও আশঙ্কামুক্ত কি না সে বিষয়ে কিছু জানানো হয়নি। চিকিৎসারত রয়েছে ‘মিরাকল পারসন’।
তবে মৃত্যুর পর ফিরে আসার ঘটনা এবারই প্রথম নয়। ভারতের মাগান কানওয়ার, যুক্তরাষ্ট্রের টনি ইয়াহুল। এমন আরও অনেকেই ফিরে এসেছেন সাক্ষাৎ যমের হাত থেকে। মাগানকে তো চিতায় পর্যন্ত ওঠানো হয়েছিল।
এছাড়া ফাঁসি দেয়ার পর মৃত্যু হয়েছিল মাদক চোরাকারবারি আলী রেজার। তিনিও ফিরেছিলেন না ফেরার দেশ থেকে।