মৃত্যুদণ্ডে বিচলিত নই, আন্দোলন চালিয়ে যান : মুরসি
মৃত্যুদণ্ডে বিচলিত নই, আন্দোলন চালিয়ে যান : মুরসি
২৭ মে ২০১৫,বুধবার,
মিশরের নারী-পুরুষদের প্রতি আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। মৃত্যুদণ্ডের রায়ে বিচলিত নন জানিয়ে তিনি বলেন, সেনাশাসনবিরোধী অবস্থানের ক্ষেত্রে রাজপথের আন্দোলনকারীদের চেয়ে কোনভাবেই পিছিয়ে থাকবেন না তিনি। আদালতে পুত্র ওসামা মোহাম্মদ মুরসিকে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
মিশরের বিপ্লবী নারী-পুরুষের প্রতি প্রেসিডেন্ট বলেন, বিপ্লব চালিয়ে যান। পিছু হটবেন না। ইতস্তত করবেন না বা গুটিয়ে যাবেন না। আমার দৃঢ় বিশ্বাস বিপ্লব বিজয়ী হবে আর সেনা শাসনের ইতি ঘটবে।
শহীদদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, সকল বন্দী ও নির্যাতিতদের ধৈর্যশীল ও অবিচল আচরণকে আমি সাধুবাদ জানাই। তাদের প্রতি আমার বিনম্র স্যালুট। এই বিপ্লবের মধ্য দিয়েই অধিকার আদায় ও দাবি অর্জিত হবে।
প্রেসিডেন্ট মুরসি বলেন, মৃত্যুদণ্ডে আমি বিচলিত নই। এটা অনেকটা মিশরের সড়কে, স্কয়ারে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার মতো। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে আমার অবস্থানের ব্যাপারে আমি শেষ পর্যন্ত অনড় থাকবো।
তিনি বলেন, আমি ভীত নই। আমি আত্মবিশ্বাসী যে বিপ্লবের মাধ্যমে আমরা তাদের ধরতে পারবো এবং সুষ্ঠু ও দ্রুত বিচারের মুখোমুখি করতে পারবো। মিশরের নারী-পুরুষদের আমি প্রতিশ্রুতি দিচ্ছি সামরিক শাসন প্রত্যাখ্যান করার ব্যাপারে রাজপথের আন্দোলনকারীদের চেয়ে আমি কোন অংশে কম সাহসী বা ধৈর্যশীলতার পরিচয় দেবো না।