মৃত্যুদণ্ডের বিধান হ্রাস করার চিন্তা সরকারের নেই : আইনমন্ত্রী
ঢাকা : মৃত্যুদণ্ডের বিধান হ্রাস করার কোনো চিন্তা সরকারের নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক।
বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনা সংক্রান্ত টাস্কফোর্সের প্রথম বৈঠক শেষে বুধবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপডিস্থত ছিলেন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং আইন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব।
আইনমন্ত্রী সাংবাদিকদের জানান কানাডায় পলাতক বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত নূর চৌধুরীকে ফিরিয়ে আনার ব্যাপারে জটিলতা সৃষ্টি হয়েছে।
শেখ মুজিবুর রহমান যখন ১৯৭২ সালে পাকিস্তান থেকে ফিরে আসেন, তখন তার সাথে পাকিস্তানের পাসপোর্ট সাথে ছিলো। বিএনপির এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, এসব বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।