মুসলিম দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা : আবার হেরে গেলেন ট্রাম্প

13/06/2017 12:49 pmViews: 4

মুসলিম দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা : আবার হেরে গেলেন ট্রাম্প

 

ছয়টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা আবারো আইনি লড়াইয়ে পরাজিত হয়েছে।
এই নিষেধাজ্ঞা বাতিল করে দেয়া পূর্ববর্তী একটি রায় বহাল রেখেছে দেশটির একটি আপিল আদালত।
রায়ে বলা হয়েছে, ট্রাম্পের নির্বাহী আদেশ মার্কিন অভিবাসন আইন লঙ্ঘন করে।
তবে যুক্তরাষ্ট্রে প্রবেশে ইচ্ছুক ব্যক্তিদের ওপর সূক্ষ্ম যাচাই বাছাইয়ের ক্ষমতা বহাল রাখা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলেন ক্ষমতায় যাওয়ার একশো দিনের মধ্যে তিনি কী কী করবেন। তার একটি ছিলো অভিবাসনের ওপরে কঠোর অবস্থান।
জানুয়ারিতে ক্ষমতা নেয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্প যেসব নির্বাহী আদেশ সই করেন তার একটি হলো ছটি মুসলিম দেশের নাগরিকদের ওপর ৯০ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা।ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ দেয়ার সাথে সাথেই যুক্তরাষ্ট্রজুড়ে বিমানবন্দরগুলোতে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
দেশটিতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদও হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা ইতিমধ্যেই বেশ কবার রুখে দিয়েছেন মার্কিন বেশ কজন বিচারক। এখন নতুন করে আরো একবার ট্রাম্পের আইনি পরাজয় হলো।
এ দফায় হেরে গেলেও এই আইনি লড়াই অবশ্য এখনি শেষ হচ্ছে না। শেষ পর্যন্ত তা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে বলে মনে করা হচ্ছে।
সূত্র : বিবিসি

Leave a Reply