মুসলিমদের পক্ষে লড়াইয়ের ঘোষণা জুকারবার্গের

10/12/2015 4:02 pmViews: 6
মুসলিমদের পক্ষে লড়াইয়ের ঘোষণা জুকারবার্গের

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় মুসলিমদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়ার পরই ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ মুসলিমদেরকে স্বাগত জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র এবং প্যারিসে সন্ত্রাসী হামলার পর মুসলিমদের বিরুদ্ধে বিশ্বব্যাপী ঘৃণা ছড়িয়ে পড়েছে। তবে জুকারবার্গ ফেসবুকে তার পেইজে দেয়া এক পোস্টে মুসলিমদের প্রতি তার সমর্থনের কাথা জানিয়ে ডোনাল্ডের ওই বক্তব্যের প্রতি প্রতিবাদও জানান।

তিনি বলেন, একজন হামলা করলেও তার দোষ অন্যদের দেয়া ঠিক না। আমি দেখেছি ওই হামলাগুলোর পর সারা বিশ্বের মুসলিমদের প্রতি ঘৃণা ছড়িয়ে পড়েছে। এতে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা আতংকের মাঝে রয়েছেন।

পাতায় নিজের বংশ পরিচয়ের বর্ণনা দিয়ে বলেন, আমি একজন ইহুদি পরিবারের সন্তান। তবে আমার বাবা-মা সব সময়ই আমাকে শিখিয়েছেন যেকোনো সম্প্রদায়ের ওপর হামলার বিরুদ্ধে দাঁড়াতে। এমনকি আমার ওপর যদি আজকে হামলা নাও হয়, যে কারো স্বাধীনতার ওপর হামলা প্রত্যেককে কষ্ট দেবে।

জুকারবার্গের ফেসবুক নিউজ ফিডে ৪৩ মিলিয়নেরও বেশি অনুসারী রয়েছেন। যাদের সঙ্গে একটি পোস্ট শেয়ার করে জুকারবার্গ বলেন, যদি তুমি মুসলিম হও তবে ফেসবুকের প্রতিষ্ঠাতা হিসেবে আমি এখানো তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা তোমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করবো। মুসলিমদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের কথাও বলেন তিনি। দ্য গার্ডিয়ান।

– See more at: http://www.jugantor.com/international/2015/12/10/21537#sthash.X6N3Mcpj.dpuf

Leave a Reply