মুসলিমদের জীবন-যাপন কঠিন করে তুলছে জঙ্গিরা: প্রধানমন্ত্রী
নিরীহ মানুষকে হত্যা করে জঙ্গিরা ইসলাম ধর্মকে বিশ্বের কাছে হেয় করছে। এতে একদিকে যেমন ইসলাম ধর্মের সম্মান ক্ষুণ্ন হচ্ছে, তেমনি এই ধর্মপালনকারীদের পৃথিবীতে বাস করা কঠিন করে তুলছে। বুধবার রাজধানীর দক্ষিণখানের আশকোনায় হজক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে জঙ্গিবাদের কোনো স্থান নেই। যারা নিরীহ মানুষকে হত্যা করছে তারা ইসলাম ধর্মের জন্য ভাল কাজ করছে না। বরং অন্যদের কাছে এই ধর্মকে হেয় করছে। যারা ইসলাম ধর্ম পালন করছে পৃথিবীতে তাদের বসবাস কঠিন করে তুলছে।
ইসলাম ধর্মের সম্মান রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইসলাম ধর্মের সম্মান অক্ষুণ্ণ ও সমুন্নত রাখতে সবাইকে সোচ্চার হতে হবে। ছেলে-মেয়েরা যাতে বিপথে যেতে না পারে সেজন্য অভিভাবক, শিক্ষকসহ সবাইকে সচেতন হতে হবে।
হজ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে হাজীদের কাছে দেশের জন্য দোয়া চেয়েছেন শেখ হাসিনা। হাজীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এদেশের মানুষ যাতে শান্তিতে থাকে, জঙ্গিবাদ থেকে মুক্তি পায় সেজন্য আপনারা দোয়া করবেন।