মুসলিমদের উপর নিপীড়ন বন্ধ করুন : দালাইলামা

07/07/2014 6:13 pmViews: 5
মুসলিমদের উপর নিপীড়ন বন্ধ করুন : দালাইলামা
মায়ানমার ও শ্রীলংকায় মুসলিমদের উপর নিপীড়ন বন্ধ করার আহ্বান জানলেন তিব্বতের সর্বোচ্চ ধর্মীয় নেতা দালাইলামা। রোববার ৭৯তম জন্মদিনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের সামনে তিনি একথা বলেন।

দালাইলামা বলেন, গৌতম বুদ্ধ ভালোবাসা ও সহানুভূতির কথা শিক্ষা দিয়েছেন। তিনি বেঁচে থাকলে মুসলিমদের রক্ষার জন্য এগিয়ে আসতেন। তাদের পাশে দাঁড়াতেন। কিন্তু তার ধর্মের অনুসারীরা তার সে দীক্ষা ভুলে নিরীহ মুসলিমদের উপরে নৃশংস নিপীড়ন চালাচ্ছে।

তিনি আরো বলেন, দুই দেশেই সংখ্যালঘু মুসলিমদের ওপর যে নির্যাতন চলছে তা মোটেই গ্রহণযোগ্য নয়। দুটি দেশের বৌদ্ধদেরকেই বলি, গৌতম বুদ্ধের অবয়বখানি কল্পনায় অন্তত একবারের জন্য আনুন। দেখবেন, শান্তি ফিরে আসবে।

প্রসঙ্গত, ১৯৫৯ সালে চীনের বিরুদ্ধে গণজাগরণের প্রচেষ্টা চালান দালাইলামা। কিন্তু তা ব্যর্থ হয়। এরপর তিনি তিব্বত থেকে পালিয়ে ভারতের বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ লাদাখ এলাকায় চলে আসেন। সেখানেই বসবাস করছেন। সূত্র: দি ডন

Leave a Reply