মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। ১০৯ বল খেলে ১০৭ রান করে দুর্ভাগ্যজনকভাবে আউট হন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক। তার ইনিংসটি ছিল ৯টি চার এবং ১টি ছক্কায় সাজানো।
শনিবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে বাংলাদেশকে আমন্ত্রণ জানান জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগাম্বুরা। ব্যাট করতে নেমে মাহমুদুল্লাহ এবং লিটনের আউটের পর চাপে পড়ে বাংলাদেশ। তবে তামিমকে সাথে নিয়ে ৭০ রানের জুটি গড়েন মুশফিক। এরপর আবার সাব্বিরকে সাথে নিয়ে শত রানের জুটি গড়ে বাংলাদেশকে চাপ থেকে মুক্ত করেন এ উইকেট রক্ষক ব্যাটসম্যান। মুশফিকের এটি ক্যারিয়ারের চতুর্থ শতক। মুশফিক এখন পর্যন্ত ১৫৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তার ব্যাটিং গড় ৩১ এর বেশি।