মুলাদীতে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠান দখল ॥ গ্রেফতার-১

27/09/2013 3:37 pmViews: 5

প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে বরিশালের মুলাদী বন্দরের কোটি টাকা মূল্যের দুটি ব্যবসা প্রতিষ্ঠান দখল করে তালা ঝুঁলিয়ে দিয়েছে স্থানীয় কতিপয় প্রভাবশালীরা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
শুক্রবার দুপুরে সরেজমিনে বন্দরের ব্যবসায়ী ইসমাইল হোসেন অভিযোগ করেন, গত চার বছর পূর্বে তিনি বন্দরের এক শতক জমিসহ তার ওপর নির্মিত দুটি ব্যবসা প্রতিষ্ঠান জনৈকা নাজমা বেগমের কাছ থেকে ক্রয় করে তা ভোগ দখল করে আসছে। যার বর্তমান মূল্য প্রায় এক কোটি টাকা। তিনি আরো অভিযোগ করেন, গত তিনদিন পূর্বে তার ব্যবসা প্রতিষ্ঠানের পাশ্ববর্তী জমির মালিক ইউনুস বেপারী তার (ইসমাইলের) ক্রয়করা জমির মালিকানা দাবি করেন। এ নিয়ে বিরোধ দেখা দেয়ার পর ইউনুস ও তার সহযোগীরা তার (ইসমাইলের) কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় বৃহস্পতিবার বিকেলে ব্যবসা প্রতিষ্ঠান দুটি দখল করে তালাবদ্ধ করে দেয়া হয়। এ ঘটনায় ব্যবসায়ী ইসমাইল হোসেন বাদি হয়ে ওইদিন রাতে থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই ফারুক হোসেন জানান, মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে প্রধান আসামি ইউনুস বেপারীকে গ্রেফতার করেছে।
চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে গ্রেফতারকৃত ইউনুস বেপারীর মেয়ে কলেজ ছাত্রী পাখি খানম জানান, তার বাবা একজন ওমান প্রবাসী। দীর্ঘ সাত বছর পর গত ১৫দিন পূর্বে তিনি দেশে ফিরেছেন। ইসমাইল হোসেনের জমি ক্রয়য়ের সত্যতা স্বীকার করে তিনি বলেন, সে যে দাগ ও খতিয়ানের জমি ক্রয় করেছে তা একটি ডোবার জমি। ব্যবসা প্রতিষ্ঠানের জমি তাদের। এনিয়ে স্থানীয় পৌর ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আঃ রব হাওলাদারের মধ্যস্থতায় আপোষ মীমাংসার জন্য সময় নির্ধারন করা সত্বেও ইসমাইল হোসেন তার বাবাসহ অন্যান্যদের বিরুদ্ধে একটি সাজানো চাঁদাবাজি মামলা দায়ের করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply