কুমিল্লার মুরাদনগরে ৫ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার
কে এম শারফিন শাহ্ : কুমিল্লা (ব্যুরো): কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পান্তি বাজারে অবৈধভাবে সরকারি খাস জমি দখলের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন কুমিল্লার জেলা প্রশাসকের নির্দেশনায় মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদার নেতৃত্বে অভিযানটি পরিচালনা হয়। এ উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় মুরাদনগর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি চৌকস পুলিশের দল প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা প্রদান করেন। অভিযানটি (১৩ই জুন) রোজ মঙ্গলবার উপজেলার ২০-নং পাহাড়পুর মৌজাধীন পান্তী বাজারে উচ্ছেদ মোকাদ্দমা ৩৬৩/২০২১-২২ এই আইনের ধারাবাহিকতায় উচ্ছেদ অভিযান পরিচালিত করা হয়েছে।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব প্রদান ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাজমূল হুদা। অভিযানের খাস জমিটির আনুমানিক মূল্য ৫ কোটি টাকা হতে পারে বলে ধারণা এলাকাবাসীর। অভিমানের সময় উপস্থিত ছিলেন পাহাড়পুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আব্দুল সামাদ মাঝি, উপজেলার ভূমি সার্ভেয়ার, উপসহকারী কর্মকর্তা জয়নাল আবেদীনসহ উপজেলা ভূমির অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অভিযানের শেষে উপজেলা সহকারী কমিশন ভূমি মুরাদনগর জনগণকে লক্ষ্য করে একটি বার্তা দিলেন মুরাদনগর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে সরকারি যত খাস জমি আছে দখলমুক্ত করার জন্য আমাদের এই অভিযানটি অব্যাহত আছে।