মুরাদনগর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও জরিমানা
মুরাদনগর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও জরিমানা
মীর হোসেন স্টাফ রিপোর্টার : আজ সন্ধ্যা ৫:৩০ মিনিটে মুরাদনগর সদর বাজারে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আবদুর রহমানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানটি মিষ্টি পট্টি রোডের বিভিন্ন মিষ্টির দোকানে পরিচালিত হয়, যেখানে ইয়ার খানের দোকানসহ অন্যান্য বেশ কয়েকটি দোকানে অভিযান পরিচালিত হয়।
অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর উপাদান শনাক্ত: অভিযানে মিষ্টি ও জিলাপির মধ্যে টেক্সটাইল মিলের ব্যবহৃত রং এবং মানবদেহে ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি পাওয়া যায়। এসব উপাদান স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট দোকানগুলোকে সতর্ক করা হয়। এছাড়াও, প্রত্যেক দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া গেছে, যা খাদ্য নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের কারণ। মিষ্টির বক্সের ওজন নিয়ে ভোক্তাদের অভিযোগ:
দোকানগুলোতে মিষ্টির কার্টুনের ওজন ৩০০-৩৫০ গ্রাম পাওয়া যায়, যা মিষ্টির প্রকৃত ওজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ভোক্তাদের অভিযোগ ছিল, কার্টুনের অতিরিক্ত ওজনের কারণে তারা মিষ্টি কম পাচ্ছেন।
জরিমানা ও সতর্কতা: ইয়ার খানের দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে একই অপরাধ পুনরাবৃত্তি হলে সিলগালা করার হুঁশিয়ারি দেওয়া হয়। অন্যান্য দোকানগুলোকেও প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার দোকানদারদের কঠোরভাবে সতর্ক করে দেন এবং ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন। পরবর্তী পদক্ষেপ: উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন, পরবর্তীতে এ ধরনের অপরাধ পুনরায় পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানটি বিকেল ৫:৩০ মিনিটে শুরু হয়ে সন্ধ্যার মধ্যে শেষ হয়।
এ অভিযান মুরাদনগর এলাকার সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। প্রশাসনের এই উদ্যোগ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।