মুরাদনগর শ্রীকাইলে অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

05/03/2020 7:43 pmViews: 3

মুরাদনগর শ্রীকাইলে অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
দেলোয়ার হোসেন , কুমিল্লা)প্রতিনিধি : 


কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইলে অগ্নিকান্ডে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে শ্রীকাইল গ্রামের দক্ষিণ পাড়ার মুকবুল মিয়ার ছেলে মফিজ মিয়ার একটি চৌচালা আধাপাকা টিনের ঘর আগুনের সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিক ভাবে জানা যায় বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। স্থানীয় এলাকাবাসীর সহায়তায় পাশের ঘরগুলো রক্ষা করতে সক্ষম হয় এবং  দ্রুত আগুন নিয়ন্ত্রন করায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হয়েছে।  স্থানীয় প্রতিবেশি এম কে আই জাবেদ বলেন, ঘরের মধ্যে সম্ভবত বিদ্যুতের লাইনের কোন ক্রুটি থাকায় আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। জরুরি ভিত্তিতে ৯৯৯ তে ফোন করায় মুরাদনগর ফায়ার সার্ভিস এক ঘন্টার মধ্যেই ঘটনাস্থলে পৌছেন। কিন্তু এলাকাবাসীর সহযোগিতায় ততক্ষণে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে চলে আসে।
ক্ষয়ক্ষতি সম্পর্কে কৃষক মফিজ মিয়া জানান, তাহার ঘরে ফ্রিজ, টিভি, আসবাসপত্র, স্বর্ণালংকার , নগদ টাকা ও ঘরে থাকা বিভিন্ন প্রাকার ফসল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে তিনি সরকারের নিকট আর্থিক সহযোগিতা কামনা করছেন।

Leave a Reply