মুরাদনগর বিজ্ঞান বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা 

05/03/2023 7:38 pmViews: 36

কে এম শারফিন শাহ্ : কুমিল্লা (ব্যুরো): কুমিল্লা মুরাদনগর উপজেলায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, জাতীয় সাংসদ কুমিল্লা -৩ মুরাদনগর ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। বক্তব্য শুরুতে জাতীয় সাংসদ বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে কিছু কথা আগামী প্রজন্মের জন্য ইতিবাচক ও নৈতিক বাচক বিজ্ঞানভিত্তিক মূল্যবান কথা এবং বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দিলেন জাতীয় সাংসদ ইউসুফ আবদুল্লা হারুন এফসিএ। কুমিল্লার মুরাদনগরে বিজ্ঞান বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানের কোন বিকল্প নেই।

বিশ্বায়নের এই যুগে বিজ্ঞানকে প্রাধান্য দিলেই একটি জাতি সমৃদ্ধি লাভ করতে পারবে। প্রধান অতিথি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীদেরকে বিজ্ঞান এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার উপর গুরুত্বারোপ করার জন্য উপস্থিত উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষার্থীদের সকলের প্রতি আহবান জানান প্রধান অতিথি। রবিবার সকাল ১১টায় উপজেলার ত্রিশ এলাকার মুরাদনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান বিষয়ে শিক্ষার আগ্রহ ও প্রতিটি স্কুলে ক্ষুদে বিজ্ঞানী তৈরীর লক্ষে জাতীয় সাংসদের ব্যাক্তিগত উদ্যোগে বিজ্ঞান বিষয়ক উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সুদক্ষ বিচক্ষণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূইয়া জনীর সভাপতিত্বে ও বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংসদ কুমিল্লা ৩ মুরাদনগর ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা, সাবেক মুরাদনগর উপেজলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, ছালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুছা, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী ফরিদ আহেম্মদ, ঘোড়াশাল ফাজিল মাদ্রাসার সুপার মাওঃ তাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, কামাল্লা ডি এস উচ্চ বিদ্যালয়র সহকারি শিক্ষক আব্দুর রউফ জুয়েল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরী, দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শারমিন ফাতেমা প্রমূখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আলী, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এনামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আরুন অর রশিদ, উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম চৌধুরী, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুরাদনগর সদর ইউপি চেয়ারম্যান কাজী মোঃ তুফরীজ এটন, মোঃ জাকির হোসেন ভিপি, সৈয়দ সওকত আহমেদ, রহিম পারভেজ, গোলাম কিবরিয়া খোকন প্রমূখ।

Leave a Reply