মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পূর্বের কমিটি বিলুপ্ত করে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। মুরাদনগর উপজেলার সর্বস্তরের সাংবাদিকদের উপস্থিতিতে প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ্ হারুন এফসিএ ওই কমিটি ঘোষণা করেন।
দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়েরকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটিতে দৈনিক সমকালের মুরাদনগর উপজেলা প্রতিনিধি বেলাল উদ্দিন আহমেদ, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক সরেজমিনের কুমিল্লা ব্যুরো প্রধান শারফিন শাহ এবং দৈনিক কুমিল্লার কথার স্টাফ রিপোর্টার আহসান হাবীব শামীমকে সদস্য রাখা হয়েছে। সভায় আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।