মুরাদনগর জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

09/09/2023 6:26 pmViews: 3

কে এম শারফিন শাহ্, কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শেখ হাসিনার অভাবনীয় সাফল্য ও উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে,বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে কুমিল্লা মুরাদনগর সদরের নগর কমিটির আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।

শনিবার (০৯ সেপ্টেম্বর) বিকালে মুরাদনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ শান্তিপূর্ণ মিছিল বের হয়ে উপজেলার সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।এরপরে আল্লাহু চত্বরে হয়ে মুরাদনগর সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এসে শান্তি সমাবেশ করে উপজেলা সদর ইউনিয়নের নগর আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা ১৩ নং সদর ইউনিয়নে চেয়ারম্যান কাজী তুফরীজ এটন এর সভাপতিত্বে শান্তি সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

উপজেলা আওয়ামীলীগের সাঙ্গঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সরকার, আরিফুল ইসলাম শাহেদ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক সোহরাব হোসেন বেলাল এর সঞ্চালনা শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার চিনু,যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের,কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পার্থ শারথি দত্ত, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আলহাজ্ব ইসমাইল সরকার।

এছাড়া বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল ও সমাবেশে অংশ নেয় উপজেলা সদরের যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতি লিগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের সভাপতি ও  সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।

Leave a Reply