মুরাদনগর কৃষি জমির মাটি রক্ষার্থে কৃষকের পাশে সহকারি কমিশন নাজমুল হুদা
কে এম শারফিন শাহ্ : কুমিল্লা (ব্যুরো): কুমিল্লা মুরাদনগর উপজেলার কৃষকের জমির মাটি অবৈধ ড্রেজার দিয়ে কৃষি জমিকে ধ্বংস করার প্রক্রিয়া অবৈধ ড্রেজারের ব্যবসায়ীদের নির্মূল করার বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সে যেই হোক না কেন অবৈধ ড্রেজার বালি উত্তোলনের মেশিন বালি অন্যত্র স্থানান্তরের পাইপ সহ অসাধু ব্যবসায়ী কৃষকের দুশমন দমনের করার লক্ষ্যে অনবরত অবৈধ ড্রেজার উচ্ছেদের অভিযান অব্যাহত।
আজ ১০ আগস্ট মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের ছালিয়াকান্দি বাজারের দক্ষিণ দিকের ব্রীজের পূর্ব দিকে কৃষি জমি রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যার নামে অবৈধ ড্রেজার ব্যবসায়ীরা অস্থিরতা অবস্থায় দিন এবং রাত কাটায় সেই মুরাদ নগর উপজেলা সুযোগ্য নিষ্ঠা সততার আইন প্রয়োগকারি সরকারি কমিশন (ভূমি) মো: নাজমূল হুদা। অভিযান চলাকালীন সময় রাস্তা দূর্গম ও বর্ষার পানি থাকায় ঘটনাস্থলে ৩ টি অবৈধ ড্রেজার মেশিন ও ২৫০ টি পাইপ বিনষ্ট সহ ০২ টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করেন সহকারী কমিশন। অভিমানের প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা প্রদান মুরাদনগর থানা পুলিশের একটি চৌকস দল। উপজেলার কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে মুরাদনগর সহকারি কমিশন (ভূমি) মোঃ নাজমুল হুদা সাংবাদিকদের সাক্ষাতে বললেন আমাদের এই অভিযান চলমান। ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা কর ব আইনের মধ্য দিয়ে কৃষি জমি রক্ষার্থে মুরাদনগর থেকে অসাধু অবৈধ ড্রেজার ব্যবসায়ী নির্মাণ করতে আমাদের এই অভিযান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অব্যাহত আছে।