মুরাদনগরে সেই যুবলীগ নেতার ড্রেজার জব্দ ও এক লক্ষ টাকা জরিমানা
দেলোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধিঃ “মুরাদনগরে অবৈধ ড্রেজার দিয়ে গোমতী নদী থেকে মাটি উত্তোলনের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে” এমন শিরোনামে গত ১৩ই ফেব্রæয়ারি দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর দিনই ওই স্থানে অভিযান চালায় মুরাদনগর উপজেলা প্রশাসন। অভিযানের পূর্বেই ড্রেজার মেশিন গোমতী নদী থেকে সরিয়ে ফেলায় সেই সময় অভিযুক্ত সেই যুবলীগ নেতার বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করতে পারেনি প্রশাসন। তারই জের ধরে মঙ্গলবার সকালে গোমতী নদীতে চলমান সেই অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ২টি ড্রেজার মেশিন ও ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে। এসময় নবীপুর (পশ্চিম) ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের রুপ মিয়া সরকারের ছেলে যুবলীগ নেতা মোঃ জাহাঙ্গীরকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভূইয়া জনী ও সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা। অভিযান পরিচালনায় প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা করেন মুরাদনগর থানা পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভূইয়া জনী বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। উপজেলার কৃষিজমি ও নদী রক্ষার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।