মুরাদনগরে সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন
মুরাদনগরে সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন
দেলোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
সব ধরনের লেনদেন সুযোগ সুবিধা ও উন্নত গ্রাহক সেবার প্রতিশ্রতি নিয়ে দেশের অন্যতম জনপ্রিয় ব্যাংক সিটি ব্যাংক লি: এর এজন্টে ব্যাংকিং শাখা কুমিল্লার মুরাদনগরে শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন ধনপতিখোলা বাজারে বনার্ঢ্য আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন।
ইউপি সদস্য খলিলুর রহমানের সভাপতিত্বে ও ধনপতিখোলা সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার এজেন্ট এক্সিকিউটিভ আবুল খায়েরের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দি সিটি ব্যাংক লি: এজেন্ট ব্যাংকিং ডিভিশন কুমিল্লার এরিয়া ম্যানেজার মোঃ ইফতেখার আহমেদ রবি, সিটি ব্যাংক কোম্পানীগঞ্জ শাখার এস.এম.ই. ইউনিট ম্যানেজার মোঃ বাছির মিয়া, কুমিল্লার সিটি এজেন্ট ব্যাংকিং ডিভিশনের টেরিটরি অফিসার মোঃ আবু ইউসুফ মজুমদার, মনিটরিং অফিসার মোঃ সুজন আলী ও ধনপতিখোলা সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক মোঃ হানিফ সরকার।
এ সময় উদ্বোধন অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য তোতা মিয়া, জাকির হোসেন মাষ্টার, ব্যবসায়ী বাহারুল ইসলাম, জাকারিয়া জলিল, পল্লি চিকিৎসক বিকাশ দেবনাথ, মাওলানা জাকির হোসেনসহ বাজারের সকল ব্যবসায়ী উপস্থিত ছিলেন।