মুরাদনগরে শুরু হচ্ছে হযরত জমির শাহ্ মস্তান (রঃ) এর (১৬৬-তম) ওরশ মোবারক

27/01/2024 5:34 pmViews: 2

কে এম শাফিন শাহ্ : (কুমিল্লা) ব্যুরো: কুমিল্লার মুরাদনগর উপজেলার প্রখ্যাত শাহ্ সুফি জমির শাহ্ মস্তান (র:) এর প্রতি বছরের ন্যায় আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে হযরত কাজী শাহ্ সুফি হযরত মোফাজ্জল হুসাইন জমির শাহ্ মস্তান (রঃ) প্রকাশ্যে হযরত জমির শাহ্ মস্তান (রঃ) এর তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক।
আগামী ২৮, ২৯ ও ৩০-শে জানুয়ারী মুরাদনগর উপজেলার সদরে হযরত জমির শাহ্ মস্তান (রঃ)এর মাজারে ভক্ত আশেকানদের নিয়ে তিনদিন ব্যাপী এই বাৎসরিক ওরশ মোবারক পালন করার লক্ষে ওরশ মোবারক এর প্রস্তুতি শেষ হয়েছে।

এ ব্যপারে মাজারের খাদেম কে এম শারফিন শাহ্ জানান, মাজারের আলোকসজ্জাসহ ওরশের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এরই  মধ্যে দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আশেকানরা দরবার প্রাঙ্গনে আসা শুরু করেছেন।

হযরত কাজী জমির শাহ্ মস্তান (রঃ)এর পবীত্র ওরশে শরীফে ভক্তবৃন্দসহ সবাইকে অংশ গ্রহন করার জন্য দরবারের পক্ষ থেকে দাওয়াত প্রদান করেন, খাদেম কে এম  শারফিন শাহ্।

Leave a Reply