মুরাদনগরে মাদক নির্মূলের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

02/09/2021 1:53 pmViews: 8

কাজী আবুল খায়ের, ষ্টাফ রির্পোটার: কুমিল্লার মুরাদনগরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও মাদক প্রতিরোধের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় বড় মসজিদ সংলগ্ন মাঠে এলাকাবাসীর উদ্যোগে এই সভা করা হয়।

মুরাদনগর উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাদেকুর রহমান। স্থানীয় আল-আমিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্য রাম প্রসাদ দেব, ব্যাবসায়ী মনির হোসেন, ইমরান হোসেন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, ব্যবসায়ী ফরিদ মিয়া, হাজ্বী ইদন মিয়া, সহিদ উদ্দিন চৌধুরী, গৌরাঙ্গ দেব নাথ, কাজল বারী, মহিলা ইউপি সদস্য শিমুল বেগম, সাবেক মেম্বার আবদুল জলিল, ব্যবসায়ী মাসুদ মিয়া, জিলানী আলম, রুবেল আহাম্মদ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ প্রায় ৫শতাধিক গ্রামবাসী।


মতবিনিময় সভায় বক্তারা নগরপাড় গ্রামের যুবসমাজ ও ভবিষৎ প্রজন্মকে রক্ষার জন্য এলাকা থেকে মাদক নির্মূল এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে পুলিশকে সহযোগিতার পাশাপাশি অভিভাবকদের সচেতন করতে ও এলাকার পরিবেশ উন্নয়নের লক্ষে বিভিন্ন উদ্যোগ গ্রহন করেন।

Leave a Reply