মুরাদনগরে দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ দেলোয়ার , (কুমিল্লা) জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় রানু বেগম (২৫) নামে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে নবীপুর পশ্চিম ইউনিয়নের পদুয়া গ্রামের মৃত গফুর মিয়ার মেয়ে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের হাসান ব্রিকসের পশ্চিমে- বাখরনগর এলাকার একটি কাঠগাছ থেকে ওই জননীর মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায় ,এক কৃষক গরুর ঘাস কাটতে গিয়ে দেখেন গাছের মধ্যে ফাঁসিরত অবস্থায় মেয়ের দেহ ঝুলছে। তিনি ঘাস কাটা ফেলে পাশের একটি বাড়িতে গিয়ে বিষয়টি জানায় -তখন এলাকার মানুষ ঝুলন্ত মেয়েকে দেখতে জড়ো হতে শুরু করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়।
পদুয়া গ্রামের হালিম মিয়া বলেন, আমাদের গ্রামের মৃত গফুর মিয়ার মেয়ে রানু। বাবার মৃত্যুর পর মায়ের সাথেই থাকতো রানু। সে পাগল ছিলো। বিয়ে হয়েছিল যাত্রাপুর ইউনিয়নের শোলাপুকুরিয়া গ্রামে। তার ছোট ছোট দুটি মেয়ে সন্তান আছে। স্বামী থেকেও নাই।
মুরাদনগর থানা অফিসার ইনর্চাজ আজিজুল বারী ইবনে জলিল বলেন, মেয়েটির মরদেহ উদ্ধার পূর্বক ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। রির্পোট আসলে বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।