মুরাদনগরে জাল টাকাসহ এক যুবক গ্রেপ্তার
দেলোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে জাল টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন জেলার তিতাস উপজেলার বড় মাছিমপুর গ্রামের মনির হোসেনের ছেলে মেহেদী হাসান (১৯)। মঙ্গলবার দুপুরে উপজেলার দারোরা বাজার থেকে তাকে ২৬ হাজার টাকার সমমূল্যের জাল টাকাসহ গ্রেপ্তার করা হয়। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে দারোরা বাজারের সালাউদ্দিন বেডিং এন্ড বিকাশ সেন্টার থেকে বিকাশে টাকা পাঠাতে যান মেহেদী হাসান। সেখানে তিনি দোকানিকে এক হাজার টাকার ২৬টি জাল নোট সরবরাহ করেন। দোকানি তা বুঝতে পেরে কৌশলে তাঁকে বসিয়ে রেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক করে।
এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ পাঠিয়ে জাল টাকাসহ অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।