মুরাদনগরে এমপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ।

01/04/2023 11:00 amViews: 3

মোঃ দেলোয়ার, (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের দরিদ্রদের মাঝে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ পক্ষ থেকে ভালোবাসার শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। শুক্রবার সকালে শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৭০০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (ভালোবাসার উপহার) বিতরণ করেন ১নং শ্রীকাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার।

খাদ্য সামগ্রী বিতরণ পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন সরকার, সহকারী শিক্ষক মোঃ নাছির উদ্দিন, আওয়ামী লীগ নেতা মোঃ ইব্রাহীম, শ্রীকাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ গোলাম কিবরিয়া প্রমূখ।

জর্ডান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: শ্রীকাইল ইউপি ওয়ার্ড সদস্য মোঃ জয়নাল আবেদীন, সাইদুর রহমান সৌরভ , মোঃ জামাল হোসেন, আতিকুল ইসলাম, শাহেনা আক্তার, ফাতেমা আক্তার, মর্জিনা বেগম, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিফাত সিদ্দিকী, শ্রীকাইল কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরানুল ইসলাম, শ্রীকাইল ইউনিয়ন যুবলীগের ধর্ম সম্পাদক মোঃ মনির হোসেন, সহ-প্রচার সম্পাদক নূরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোঃ জাকির হোসেন, আব্দুর রহিম বেগ ও শ্রীকাইল ইউপি হিসাব রক্ষক মোঃ সুহাগ চৌধুরী মামুন প্রমূখ।

শ্রীকাইল ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার জানান, মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয়ের নিজস্ব অর্থায়নে রমজান উপলক্ষে ১১ হাজার ৫শ পরিবারের মাঝে ‘ভালোবাসার উপহার’ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। শ্রীকাইল ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৭শ পরিবারের মাঝে এই উপহার বিতরণ করা হয়েছে। প্রতি প্যাকেটে ১০কেজি চাউল, ২ কেজি সয়াবিন তেল ও ২ কেজি মসূর ডাল রয়েছে।

Leave a Reply