মুরাদনগরের সাবেক এমপি কায়কোবাদের মা রশিদা বেগম (১০৫)’র ইন্তেকাল

17/02/2023 12:29 amViews: 20

কে এম শারফিন শাহ্ : (কুমিল্লা) ব্যুরো বাংলাদেশ বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ মুরাদনগর আসনের ৫ বারের সাবেক এমপি কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মা এবং মুরাদনগর উপজেলা সদরের মৃত্যু কাজী নোমান আহমেদের স্ত্রী সৈয়দ রশিদা বেগম(১০৫) বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহে……….রাজেউন। বৃহস্পতিবার সকাল ৯.৩০ টায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পাচঁ ছেলে, পাচঁ মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়স্ব জন সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ মাগরিব নামাজের পর মাইয়াতির জানাযা মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম (বড় মাদ্রাসা) মাঠে জানাযার শেষে মুরাদনগর উপজেলার সদর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। ধার্মিক ও নেককার গুনধর এই নারীর মৃত্যুতে উপজেলা সদরসহ উপজেলা জোরে শোকের ছায়া নেমে আসে। সৈয়দ রশিদা বেগমের মৃত্যুতে, কুমিল্লা উত্তর জেলা বিএনপি, মুরাদনগর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কায়কোবাদ ফোরামসহ উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠন মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply