মুরাদনগরের কৃতী সন্তান পারভিন আক্তারের রাষ্ট্রপতি স্বর্ণপদক অর্জন

15/02/2020 6:35 pmViews: 25

মুরাদনগরের কৃতী সন্তান পারভিন আক্তারের রাষ্ট্রপতি স্বর্ণপদক অর্জন

দেলোয়ার হোসেন  , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাবার পর এবার রাষ্ট্রপতি স্বর্ণপদক অর্জন করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার কৃতী সন্তান পারভিন আক্তার। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তনে শিক্ষাজীবনে অসামান্য অবদানের জন্য চ্যান্সেলর স্বর্ণপদক পান তিনি। গত ২৭ জানুয়ারি রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির আচার্য মোঃ আবদুল হামিদের কাছ থেকে এ স্বর্ণপদক গ্রহণ করেন।
জানা যায়, এর আগেও তিনি ২০১৬ সালে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর/সি,জি,এ প্রাপ্ত ২২৩ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নবম স্থান লাভ করে প্রধানমন্ত্রী স্বর্ণপদকে ভূষিত হন। ২২ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে স্বর্ণপদক পরিয়ে দেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিক্ষা জীবনে পারভিন আক্তার মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০০৩ সালে অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি, ২০০৫ সালে এসএসসিতে জিপিএ-৫, মুরাদনগর কাজী নোমান আহম্মেদ ডিগ্রী কলেজ থেকে ২০০৭ সালে এইচএসসিতে জিপিএ-৫ ও অনার্সে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ৩.৯৫ আউট অফ ৪, মাষ্টার্সে আউট অফ ৪ বেষ্ট স্কোর অর্জন করেন তিনি। বর্তমানে তিনি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এ লেকচারার হিসেবে কর্মরত রয়েছেন। তার এই ধারাবাহিক ভাবে সাফল্য অর্জনে আনন্দিত পরিবারের সকল সদস্য আত্মীয় স্বজন, স্কুল, কলেজের শিক্ষকসহ পুরো উপজেলার মানুষ। পারভিন আক্তার মুরাদনগর উপজেলা সদরের ব্যবসায়ী মনিরুল হক সরকারের মেয়ে।

Leave a Reply