মুরসির যাবজ্জীবন কারাদণ্ড

16/06/2015 6:13 pmViews: 3
মুরসির যাবজ্জীবন কারাদণ্ড

 ১৬ জুন, ২০১৫

ফিলিস্তিনি ইসলামী গ্রুপ হামাস, লেবাননের যুদ্ধরত গ্রুপ হিজবুল্লাহ এবং ইরানের সঙ্গে গুপ্তচরবৃত্তির অভিযোগে মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দেশটির আদালত এ রায় দেন। পাকিস্তানের পত্রিকা ডন এর অনলাইন ভার্সনে এ খবর প্রকাশ করা হয়েছে।

একই সঙ্গে ২০০৫ সাল থেকে ২০১৩ সালের মধ্যে বিভিন্ন দেশে গোপন নথি প্রদানের অভিযোগে ১৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের মধ্যে ব্রাদারহুড নেতা খায়রাত আল-শাতেরও আছেন। তবে রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ড পাওয়া ১৬ জনের মধ্যে ১৩ জন আসামিই অনুপস্থিত ছিলেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে বলে রয়টার্সে খবরে বলা হয়। চলতি বছরের এপ্রিলে মুরসিকে ২০ বছরের কারাদণ্ড দেন মিসরের একটি আদালত। ক্ষমতায় থাকাকালীন তার বিরুদ্ধে বিক্ষোভকারীদের গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগে ওই সাজা দেয়া হয়। প্রসঙ্গত, ২০১৩ সালের জুলাইয়ে পদচ্যুত হন মোহাম্মদ মুরসি।

Leave a Reply