মুরসির বিরুদ্ধে জেল পালানোর মামলা
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে এবার জেল পালানোর অভিযোগ এনেছে মিশরের সরকারি আইনজীবিরা।মিশরে ২৫ জানুয়ারির বিপ্লবের সময় জেল ভেঙে পলায়নের অভিযোগ এনে মুরসির বিচার করতে যাচ্ছে সেনা বাহিনীর আজ্ঞাবহ বিচারকরা।
মুরসিসহ মুসলিম ব্রাদারহুডের আরো ১৩০ জনের বিরুদ্ধে জেল ভেঙে পালানোর অভিযোগ আনা হয়েছে।এটা মুরসির বিরুদ্ধে আনা তৃতীয় অভিযোগ।
ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুল্লাহর সহায়তায় জেল ভেঙে মুরসি ও তার সহযোগীরা পালিয়েছিল বলে অভিযোগ এনেছে মিশরের সরকারি কৌশলীরা। মিশরের স্বৈরাচার হোসনি মোবারকের পতনের পর জেল ভেঙে পালিয়ে যায় ২০ হাজার কয়েদি। যাদের অধিকাংশকে মিথ্যা মামলায় বছরের পর বছর ধরে কারাবন্দি করে রেখেছিল মোবারকের সেনা সরকার। মুরসিও সে কয়েদিদের একজন ছিলেন।