মুরসিকে মুক্তি দেয়ার আহ্বান কাতারের
মুরসিকে মুক্তি দেয়ার আহ্বান কাতারের
১৮ জুন ২০১৫,বৃহস্পতিবার
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির মৃত্যুদণ্ড বাতিল করে তাকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে কাতার। বুধবার দেশটির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মুরসির রায় প্রশ্নবিদ্ধ। তাই এই রায় বাতিল করে তাকে মুক্তি দেওয়া হোক। মুরসিকে দেয়া রায়ের মাধ্যমে দেশটিতে নিরাপত্তা অস্থিতিশীল হয়ে পড়বে বলে বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করেছে কাতার।
উল্লেখ্য, মিশরের ফ্রিডম এন্ড জাষ্টিজ পার্টির অঙ্গ প্রতিষ্ঠান মুসলিম ব্রাদারহুদের নেতা মোহাম্মদ মুরসি। বুধবার দেশটির উচ্চ আদালত তার বিরুদ্ধে ২০১১ সালে জেল ভেঙ্গে পালানো এবং পুলিশের ওপর হামলার অভিযোগ এনে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে।
সূত্র : আরব নিউজ