মুফতি সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদ জামায়াতে ইসলামীর
12/06/2023 11:33 pmViews: 4
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের হাতপাখার মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার বিবৃতিতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোট চলাকালে সোমবার দুপুরে হামলার শিকার হন চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করীম। হাতপাখার সমর্থকদের অভিযোগ, নৌকার কর্মীদের হামলায় রক্তাক্ত হন তিনি।
জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, ‘ফয়জুল করিমের ওপর হামলায় প্রমাণিত হয়েছে, বর্তমান সরকারের আমলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই। প্রকাশ্য দিবালোকে প্রশাসনের লোকজনের সামনে একজন ধর্মীয় নেতা ও মেয়র প্রার্থীর ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক।’এটিএম মা’ছুম বলেন, ‘নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। যেখানে সরকারি দলের সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে একজন মেয়র প্রার্থী পুলিশের সামনে গিয়ে হাউমাউ করে কাঁদছে, সেখানে ভোটারদের জানমালের নিরাপত্তা কোথায়? এ বাস্তব অবস্থার কারণেই বিরোধী দলগুলো এ নির্বাচনে অংশগ্রহণ করেনি।’
সকাল ১০টা থেকেই ছোটখাটো অপ্রীতিকর ঘটনায় নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হতে থাকে। বেলা যত গড়িয়েছে প্রচণ্ড গরমের সঙ্গে উত্তেজনার পারদ যেন উপরের দিকে উঠতে থাকে। তবে পরিস্থিতির বিস্ফোরণ ঘটে যখন একটি কেন্দ্রে হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করীমের ওপর দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা ঘটে। চেয়ার দিয়ে তাকে আঘাত করা হয়। ঘুষিও লাগে তার মুখে। ঘুষিতে তার নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। মুহূর্তে চারদিকে সংবাদ ছড়িয়ে পড়ে। হাতপাখার কর্মীরা রাস্তায় বিক্ষোভ করতে থাকেন। আহত প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম ছুটে যান কমিশনার অফিসে। নগরীতে আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা শুরু হয়।