মুন জা ইন দক্ষিণ কোরিয়ায় নতুন প্রেসিডেন্ট

10/05/2017 10:54 amViews: 6

দক্ষিণ কোরিয়ায় নতুন প্রেসিডেন্ট মুন জা ইন

 

‌দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন মুন জা ইন। তিনি ব্যাপক ভোটে জয়ী হয়েছেন।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচন শেষ হয়েছে। এতে মুন ৪১.‌৪ শতাংশ ভোট পেয়েছেন। যেখানে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী হং জুন পাও পেয়েছেন ২৩.‌৩ শতাংশ ভোট। দক্ষিণ কোরিয়ার প্রশাসনিকনীতি পরিবর্তনই ছিল এবারের মুনের প্রচারের স্লোগান।
সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় তাকে ইমপিচমেন্ট করা হয়েছিল। তার ফলেই নির্বাচন এগিয়ে এসেছে। ‌‌

Leave a Reply