মুন্সীগঞ্জের সভা মঞ্চে খালেদা জিয়া
মুন্সীগঞ্জ, ২৮ মে : সারাদেশে খুন, গুম ও অপহরণের প্রতিবাদে মুন্সীগঞ্জে জেলা বিএনপি আয়োজিত জনসভাস্থলে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকাল সাড়ে চারটায় তিনি সভামঞ্চে এসে উপস্থিত হন।
তিনি সভা মঞ্চে উপস্থিত হলে হাজারো জনতার মূর্হুমূহু করতালি আর সেস্নাগানে মুখরিত হয়ে উঠে সভাস্থল। এসময় হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান তিনি।
এর আগে বিএনপির চেয়ারপারসন জনসভায় যোগ দিতে দুপুর পৌনে ৩টায় গুলশানের বাসা থেকে রওয়ানা করেন। সভায় প্রধান অতিথি হিসেবে খালেদা জিয়া বক্তব্য রাখবেন।
এদিকে দুপুর ২টায় জনসমাবেশ শুরু হয়। জনসভায় সভাপতিত্ব করছেন জেলা বিএনপি সভাপতি আবদুল হাই। উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা মিজানুর রহমান সিনহা প্রমুখ।