মুনা ও মোহাম্মদকে ছেড়ে দিয়েছে ইসরাইল
ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট মুনা আল-কুর্দ ও তার জমজ ভাই মোহাম্মদ আল-কুর্দকে ছেড়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। কয়েক ঘণ্টা তাদেরকে আটকে রেখে রোববারই তাদের মুক্তি দেয়া হয়।
যুক্তরাজ্যে ফিলিস্তিনি মিশন হুসাম জুমলত জানান, ‘উদ্দীপ্ত শেখ জাররাহ অ্যাক্টিভিস্ট’ মুনা আল-কুর্দ এই মাত্র মুক্তি পেয়েছেন।
তিনি অপর ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট আবির খাতিবের পোস্ট রিটুইট করেন। তাতে বলা হয়, মোহাম্মদকেও ছেড়ে দেয়া হচ্ছে। তার বাবা থানার দিকে যাচ্ছেন।
মুক্তির পর মুনা বলেন, তারা তিন সপ্তাহ ধরে শেখ জাররাহ বন্ধ করে রেখেছে। কেন? কারণ, আমাদের কথা সারা দুনিয়ায় যাচ্ছে।
মুনা আরো বলেন, তারা আমাদের যতই সন্ত্রস্ত্র করুক, ভয় দেখাক, যতই গ্রেফতার করুক, আমাদের ভীত করতে পারবে না। আমরা আমাদের বাড়িতেই থাকব, অব্যাহতভাবে আমাদের ভূমি রক্ষা করে যাব। আমরা এই ভূমিতেই জন্মেছি, এখানেই বেড়ে ওঠেছি।
আর মোহাম্মদ সাংবাদিকদের বলেন, আমরা ভয় পাইনি। আমরা সন্ত্রস্ত্র নই। আমরা এসব অবিচারের বিরুদ্ধে কথা বলেই যাব। আমরা আমাদের বাড়িঘর রক্ষার আন্দোলন করে যাব।
এর আগে ২৩ বছর বয়স্ক এই জমজ ভাইবোনের বাবা নাবিল আল-কুর্দ বলেন, শেখ জাররাহয় তাদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে মুনাকে গ্রেফতার করেছে। তারা মোহাম্মদেরও খোঁজ করে এ সময়। এরপর মোহাম্মদ থানায় গিয়ে আত্মসমর্পণ করে।
নাবিল বলেন, তারা আমাদের জেরুসালেম থেকে সরিয়ে দিতে চায়। কিন্তু আমরা এখানেই থাকব। ফিলিস্তিনিদের অস্ত্র হলো ক্যামেরা আর কথা। আর ইসরাইলিদের আছে ভারী অস্ত্র।
ফিলিস্তিনি রেড ক্রিসেট সোসাইটি জানিয়েছে, অ্যাক্টিভিস্টদের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ইসরাইলি পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করলে ১০ জন আহত হয়।