মুজিব হত্যাকাণ্ডে জিয়া জড়িত: তোফায়েল

17/05/2015 4:16 pmViews: 6
মুজিব হত্যাকাণ্ডে জিয়া জড়িত: তোফায়েল

বাণিজ্যমন্ত্রী  তোফায়েল আহমেদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই হত্যা করেছেন।

রোববার সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

তোফায়েল বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আর তার স্ত্রী (খালেদা জিয়া) স্বাধীনতাবিরোধীদের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিয়েছিলেন। তাদের মন্ত্রী করেছিলেন।

বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এমন মন্তব্য করে তোফায়েল আহমেদ বলেন, ১৯৮১ সালে শেখ হাসিনাকে আওয়ামী লীগ সভাপতি মনোনীত করা যে সঠিক সিদ্ধান্ত ছিল তা আজ প্রমাণিত। আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা ফিরে না আসলে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা সম্ভব হতো না।

দলটির উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ দলের সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply